ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নৌকাডুবিতে শিশুসহ পাঁচ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- ফুলবাড়িয়া উপজেলার বাবুলের বাজার এলাকার হাতিলেইক গ্রামের রিনা (৩০), সুমী (১২), মাজেদা (২৬), রানু (২৫) ও হাজেরা (৩১)। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, হাতিলেইক গ্রাম থেকে ভিজিএফ-এর চালের জন্য বাবুগঞ্জ বাজারে গিয়েছিলেন এরা। নৌকায় করে বড়বিলা বিল দিয়ে চাল নিয়ে ফেরার পথে তাদের নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি দুইজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান বলে জানান তিনি। ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সারোয়ার চৌধুরী বলেন, ‘নৌকাডুবির ঘটনায় আমরা পাঁচটি লাশ উদ্ধার করেছি। আরো ছয়জন নিখোঁজ রয়েছেন।’