লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় একদল সশস্ত্র সন্ত্রাসী গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে যুবদল নেতা মো. ইস্রাফিলকে (৩০) অস্ত্রের মুখে জিম্মি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দিন মজুর মো. সোহাগ গুরুতর আহত হয়েছেন। তাকে বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইস্রাফিল যুবদল রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় ভাবে দাবি করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বশিকপুর ও দত্তপাড়া এলাকায় অবস্থানরত সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পুলিশের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পথসভা করা হয়। এতে সন্ত্রাসীদের ৩ দিনের মধ্যে আত্মসমর্পণ করার জন্য অনুরোধ জানানো হয়।
কিন্তু সন্ত্রাসীরা আত্মসমর্পণ না করেই উল্টো গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ চাঁদাবাজিসহ অনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ।
সদর হাসপাতালে আহত মো. সোহাগ ও স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার রাতে যুবদল নেতা মো. ইস্রাফিল বাড়ির পাশে একটি চা দোকানে বসে চা পান করছিলেন। এসময় ৮-১০ সশস্ত্র সন্ত্রাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এতে স্থানীয় দিন মজুর মো. সোহাগ গুলিবিদ্ধ হন।
এক পর্যায়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে যুবদল নেতাকে জিম্মি করে নিয়ে যায়।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার সার্কেল মো. নাছিম মিয়া জানান, এ ঘটনায় পর পুলিশ ওই এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। ইস্রাফিলকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।