‘টেকসই উন্নয়নে চাই, টেকসই প্রযুক্তি’ এ পতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রোববার দুপুরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এ মেলার উদ্ধোধন করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি এ কে এম শাহাজাহান কামাল। মেলায় ৩০টি স্টল বসেছে।
জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীরর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-সচিব ইউছুফ আলী চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিন্ট্রেট মো. সোহেল রানা ও আমিনুল ইসলাম প্রমুখ। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ মেলা ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।
Prev Post