হাটহাজারীতে ধানের শীষ-নৌকা সমর্থকদের সংঘর্ষ

0

hathajariহাটহাজারী উপজেলার ৯নম্বর গড়দুয়ারা ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ধানের শীষ ও নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ধানের শীষ প্রার্থী ফোরকানের গাড়িসহ ১০টি গাড়ি ভাঙচুর ও দুই পক্ষের ৭জন আহত হয়েছেন। আহতরা হলেন— ধানের শীষ সমর্থক সালাউদ্দিন(৩২), ইকবাল(২৫), এরশাদ(৩০), মাহমুদুল হোসাইন(৩৬), ফয়জুল্লাহ(৩৪); নৌকা সমর্থক টিপু (২৫) ও নুরুল ইসলাম(৩২) আহত হন। শনিবার সকাল সাড়ে দশটায় গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আফছানা বিলকিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া আহত টেম্পু চালক সালাউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের পক্ষ থেকে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয় প্রার্থী ও তাদের সমর্থকদের সতর্ক করা হয়েছে।

সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টায় গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় নৌকার প্রার্থী মুহাম্মদ সরওয়ার মোর্শেদ তালুকদারের সমর্থকদের সাথে ধানের শীষ প্রার্থী সৈয়দ ফোরকানের সমর্থকদের সংঘর্ষ হয়। উভয়পক্ষের সংঘর্ষে ৯টি টেম্পুর সামনের আয়না ও ধানের শীষ প্রার্থী ফোরকানের গাড়ির সামনের আয়না ভেঙ্গে যায়। ভাঙচুরকৃত টেম্পুর মধ্যে ৪টি ধানের শীষ, একটি নৌকার নির্বাচনী কাজে ভাড়াকৃত ও ৫টি সাধারণ যাত্রীবাহী। এসময় ভাঙ্গা আয়নার আঘাতে টেম্পুচালক সালাউদ্দিনের বুকে কাটা জখম হয়। এছাড়া নৌকা সমর্থক টিপু ও নুরুল ইসলাম ধানের শীষ সমর্থক টেম্পু চালক ইকবাল সাবেক আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে হাটহাজারী ইউএনও আফছানা বিলকিস ও থানার ওসি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা উভয় প্রার্থীকে নিয়ে সমঝোতা বৈঠক করে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক করে দেন। এছাড়া একই সময় উভয় প্রার্থীকে একই জায়গায় প্রচারণা না চালিয়ে সমন্বয় করে পৃথক পৃথক জায়গায় প্রচারণা চালানোর নির্দেশ দেন।
বর্তমান চেয়ারম্যান ও ধানের শীষ প্রার্থী এডভোকেট সৈয়দ ফোরকান আহমদ জানান, ‘আমাকে নির্বাচনের শুরু থেকে নৌকা প্রার্থীর লোকজন হুমকি দিয়ে আসছে। এই পর্যন্ত তিন দফা আমার ওপর হামাল হয়েছে। প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে। শনিবার সকালেও নৌকার সমর্থকরা আমার ব্যবহৃত গাড়ি ও প্রচারণা ৪টি গাড়ি রোধ করে ভাঙচুর চালিয়েছে।
অপরদিকে নৌকা প্রার্থী মুহাম্মদ সরওয়ার মোর্শেদ তালুকদার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, তিনি বহিরাগত লোকজন নিয়ে আমার ক্যাম্পের সামনে নৌকা প্রতীক ও আমাকে কটাক্ষ করে স্লোগান দেয়। এতে করে আমার সমর্থকদের সাথে হাতাহাতি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিকে টেম্পু চালক ইকবাল বলেন, ‘ আমারা পেটের দায়ে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকি। কেন আমাদের ওপর আক্রমণ করে গাড়ি ভাঙচুর করা হলো। আমাদের ক্ষতিপূরণ ও এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
ইউএনও আফছানা বিলকিস বলেন, ‘ নৌকা ও ধানের শীষ উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। উভয় প্রার্থীর সাথে সমঝোতা বৈঠক হয়েছে। যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এখন থেকে ওই ইউনিয়নে অফিসারসহ ১০ জন পুলিশ ফোর্স নিয়মিতি দায়িত্ব পালন করবে।’

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More