নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের মছলন্দপুর গ্রামের শফিক ও মনুর উপর হামলাকারী সন্ত্রাসী হাবিবুল্লাহ হাবু মেম্বার, ডাকাত সরদার নুর মোহাম্মদ ওরফে পাগলাসহ পলাতক সকল আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার বারদী ইউনিয়েনে মছলন্দপুর-বারদী রাস্তায় ২ ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ জানুয়ারি শুক্রবার সকালে টাকার লেনদেনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সময় হাবু মেম্বার ও ডাকাত সরদার নুর মোহাম্মদের লোকজনের হামলায় শফিক ও মনু মিয়া আহত হন। বর্তমানের তাদের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী হাবু মেম্বার, ডাকাত সরদার নুর মোহাম্মদ ওরফে পাগলা, নিপুর, আবু সাঈদ, শফিকুলসহ সকল আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। এসময় স্কুল, কলেজের ছাত্র/ছাত্রী, মছলন্দপুর এলাকার কয়েকটি গ্রামের হাজার হাজার নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
Next Post