ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যান চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে নৌযান চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে চার ঘন্টা নৌচলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ায় চলাচল আবার শুরু হয়েছে। সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। সেসময় খানজাহান আলী নামে একটি রো রো ফেরি মাঝনদীতে আটকা পড়ে। নৌচলাচল বন্ধ থাকায় দুই ঘাটে অন্তত ৩০০ যান আটকা পড়ে। এর মধ্যে বেশির ভাগই ছিল পণ্যবাহী ট্রাক।