দেশব্যাপী বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ ও হরতালের প্রভাব তৈরি পোশাক শিল্পে পড়তে শুরু করেছে।অনিশ্চয়তার মধ্যে পড়ছেন কারখানা মালিক ও শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীরা।
কারখানার উৎপাদন অব্যাহত রাখার মতো অর্ডার না থাকায় রাজধানীর অদূরে আশুলিয়া শিল্পাঞ্চলের একটি তৈরি পোশাক কারখানা মালিকপক্ষ মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের সাউর্দান পোশাক শিল্প লিমিটেডের তিন শতাধিক শ্রমিককে এক মাস ১৬ দিনের বেতন পরিশোধ করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানার মালিক খন্দকার ইলিয়াস হোসেন জানান, কারখানার উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার মতো (অর্ডার) তাঁর হাতে নেই। শ্রমিক-কর্মচারীদেরতো আর বসিয়ে বসিয়ে বেতন দেওয়া সম্ভব নয়। তাই কারখানাটির তিন শতাধিক শ্রমিককে সকল বেতন পরিশোধ করে মঙ্গলবার থেকে তাঁর পোশাক কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছেন।তিনি জানান, আবার বিদেশ থেকে প্রয়োজনীয় অর্ডার পেলে কারখানার উৎপাদন প্রক্রিয়া পুনরায় চালু করা হবে।