[ads1]২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ মনে করছে আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, টাকার অঙ্কে বাজেট কতটা বড় হলো, সেটি বড় বিষয় নয়। দিন শেষে বড় বিষয় হচ্ছে, এ বাজেটের মাধ্যমে অর্জিত ফলাফল ও কাজের মান।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিশ্বব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষিত বাজেট নিয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়। বাজেটের ওপর সামগ্রিক বিশ্লেষণ তুলে ধরেন সংস্থাটির বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। এ ছাড়া বক্তব্য দেন বিশ্বব্যাংকের বাংলাদেশপ্রধান চিমিয়াও ফান।[ads1]
বেসরকারি খাতে বিনিয়োগ ও রাজনৈতিক অনিশ্চয়তার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের দুই কর্মকর্তা বলেন, দীর্ঘমেয়াদি ও উচ্চ হারে বেসরকারি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি। তবে বেসরকারি বিনিয়োগকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২২ থেকে ২৫ শতাংশে উন্নীত করার ক্ষেত্রে রাজনৈতিক অনিশ্চয়তা বড় কোনো বাধা নয়।
বিশ্বব্যাংক মনে করে, ঘোষিত বাজেটে বেশ কিছু ভালো দিক রয়েছে। তবে আরও ভালো করার সুযোগ ছিল। বিশ্বব্যাংক বলছে, ঘোষিত বাজেটে রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি ধরা হয়েছে, অতীতে জাতীয় রাজস্ব বোর্ড কখনো এত উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি।[ads2]