অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলমান পরিস্থিতিকে দেশের উন্নয়নের জন্য গুরুতর বাধা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আতঙ্কের কারনে বিদেশীয় বায়াররা আসছেন না।
আজ সোমবার সচিবালয়ে দেশের তৈরীপোশাকসহ বিভিন্ন রফতানিকারকদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতি এক ধরনের জাতীয় সঙ্কট। তবে জাতীয় সঙ্কট বলতে আমার ভয় করে। কারণ এটা অতটা বিরাট নয়। তবে দেশের উন্নয়নের জন্য এটা একটা বড় বাধা।
তিনি বলেন, বিদেশেও হরতাল অবরোধ দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এজন্য বিদেশী বায়াররা দেশে আসতে চায় না।
তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য সময় একটা বড় বিষয়। প্রায় টানা দুই মাস ধরে এটি চলছে। এর শেষ কোথায় তার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। তবে এই সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।