বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) না দিলে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা কাঠামো চুক্তি (টিকফা) কখনোই কার্যকর হবে না।
বুধবার জাতীয় সংসদে শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘পোশাক শিল্পের উন্নয়নের জন্যে আমাদের যা যা করণীয় আমরা তাই করেছি। পোশাক শিল্প নিয়ে যত মিটিং হয় তাদেরকে (যুক্তরাষ্ট্র) জিজ্ঞেস করলে, তারা বলেন- আমরা অনেক উন্নতি করেছি, আরও করতে হবে।’
তিনি বলেন, ‘আমার আর কী করবো, তা খুঁজে পাচ্ছি না। আমরা এত কিছু করার পরও কেন তারা জিএসপি ফিরিয়ে দিচ্ছে না? বিষয়টি রাজনৈতিক।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘যদিও আমরা এ বিষয়ে বার বার বলেছি, আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন। তাই জিএসপি সুবিধা ফিরিয়ে না দিলে টিকফা চুক্তি হবে না।’