সংসদে মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী বিগত পাঁচ বছরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোটিপতি হিসাব সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫০টি, ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল ৯০ হাজার ৬৫৫টি, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯৮ হাজার ৫৯১টি, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৯৭৪টি এবং ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ২৬৫টি।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার পর সংসদের অধিবেশন শুরু হয়।
পরে জাতীয় পার্টির সালমা ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে আমদানি পর্যায়ে ২২ হাজার ১৮ কোটি ৫৮ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২০ হাজার ৮৩২ কোটি ২৪ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এবার ২ হাজার ৯৯৫ কোটি ৫৬ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
ওয়ার্কার্স পার্টির হাজেরা খাতুনের প্রশ্নে জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, বর্তমানে ব্যক্তি পর্যায়ে করদাতার সংখ্যা ১৭ লাখ ৫১ হাজার ৫০৩ জন। ব্যক্তি পর্যায়ে চলতি বছরের জুন নাগাদ ৩ লাখের মতো নতুন করদাতা শনাক্ত করা সম্ভব হবে।
সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আবদুল মুহিত বলেন, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী গত বছরের তুলনায় এবার বৈদেশিক সহায়তা ৬ দশমিক শূন্য ৫ শতাংশ বেড়েছে। গত বছর বৈদেশিক সহায়তার পরিমাণ ছিল ১ হাজার ৫০১.৬১ মিলিয়ন মার্কিন ডলার। এ বছর তা বেড়ে হয়েছে ১ হাজার ৫৯২.৪১ মিলিয়ন মার্কিন ডলার।