রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম উপমহাদেশে প্রথমবারের মতো উচ্চশক্তির ৫০ মিলিমিটার (এমএম) পরিধির রড উৎপাদন করতে সক্ষম হয়েছে। চট্টগ্রামের ফৌজদারহাটের বিএসআরএম স্টিলস্ প্ল্যান্টে সম্প্রতি সফলভাবে ৫০ এমএম রডের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। পদ্মা সেতুর মূল কাঠামো, বিশেষত পাইলিংয়ের জন্য এই বিশেষায়িত রড প্রস্তুত করা হচ্ছে। পদ্মা সেতুর স্টক-ইয়ার্ডে বিএসআরএমের এক্সট্রিম ৫০০ডব্লিওø৫০ মিলিমিটার রড দিয়ে অবকাঠামো তৈরির খাঁচা তৈরি হচ্ছে। এসব খাঁচা সেতুর মূল কাঠামোর পাইলে ব্যবহৃত হবে।