দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য বিদায়ী এপ্রিল মাসজুড়ে পুঁজিবাজারে সূচকের পতন ঘটে অধিকাংশ কার্যদিবসে। একই সঙ্গে কমে যায় টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ।
তবে মার্চ মাসের তুলনায় এপ্রিলে বৈদেশিক লেনদেন বেড়েছে। এক মাসের ব্যবধানে ৮৬৭ কোটি ২০ লাখ ৬৭ হাজার ৯৫৬ টাকা বৈদেশিক লেনদেন বেড়েছে। রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে মার্চ মাসে বৈদেশিক বিনিয়োগকারীরা লেনদেন করেছেন ৩১৩ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৫১ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আর এপ্রিলে লেনদেন করেছেন ১ হাজার ১৮০ কোটি ৭৯ লাখ ১ হাজার ৭ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
মাসের ব্যবধানে বৈদেশিক লেনদেন বেড়েছে ৮৬৭ কোটি ২০ লাখ ৬৭ হাজার ৯৫৬ টাকা।