ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক করেছেন সফররত বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (মেগা)এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কেইকো হোন্ডা। বৈঠককালে অর্থমন্ত্রী এলএনজিখাতে সংস্থাটির কাছ থেকে অর্থ সহায়তা চেয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে অর্থমন্ত্রীর সচিবালয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে কেইকো হোন্ডা সাংবাদিকদের জানান, আমরা আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ৩৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছি। ঘোড়াশালে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে তার সঙ্গে থাকা বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জোনাথন জাট যমুনা নদীর পশ্চিম তীর শাসনে তার সংস্থা আগ্রহী বলে জানান।
বৈঠক সম্পর্কে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, মেগা আশুগঞ্জে এরইমধ্যে বিনিয়োগ করেছে। তারা বিদ্যুৎ খাতে আরও বিনিয়োগ করতে চেয়েছে। আমরা এলএনজিতে সহায়তা চেয়েছি।
উল্লেখ্য, মিগা প্রধান কেইকো হোন্ডা গত রোববার চার দিনের সফরে ঢাকায় এসেছেন।সফরকালে সরকার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন মিগা প্রধান। এছাড়া জ্বালানি ও অবকাঠামো খাতে মিগার অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পও পরিদর্শন করবেন তিনি।