রেমিট্যান্স সেবায় স্বর্ণপদক পেল ইসলামী ব্যাংক

0

IslamiBangkপ্রবাসীদের পাঠানো অর্থ (রেমিট্যান্স) আহরণে সর্বোচ্চ অবদানের জন্য স্বর্ণপদক লাভ করেছে ইসলামী ব্যাংক। শনিবার রাজধানীর এক হোটেলে এক অনুষ্ঠানে সেন্টার ফর এনআরবির পক্ষ থেকে এ পদক দেয়া হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও গওহর রিজভীর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান সেন্টার ফর এনআরবির পক্ষে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং-এর প্রধান আবদুস সাদেক ভূঁইয়া-এর নিকট ২৫ এপ্রিল ২০১৫ রাজধানীর এক হোটেলে এ পদক হস্তান্তর করেন।

সেন্টার ফর এনআরবি’র সভাপতি এস এম শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চিফ অব ইকোনোমিক ও কমার্শিয়াল ডেনিয়েল কিন, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More