[ads1]ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় রূপালী ব্যাংক লিমিটেডের ৫৫৭ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে শৈলকুপা থানা সংলগ্ন মদিনা সুপার মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিক ভাবে এ শাখার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর ফিতা কেটে ৫৫৭ তম শাখার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ স্বত:ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল¬া, জেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, দোকান মালিক সমিতির সভাপতি নেকবার হোসেন, বণিক সমিতির সভাপতি আব্দুস সোবহান, রূপালী ব্যাংক যশোর জোনের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক আব্দুর রহমান, খুলনা বিভাগীয় কার্যালয় প্রধান অশোক কুমার সিংহ রায় ও শৈলকুপা শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান, ঝিনাইদহের সহকারী মহাব্যস্থাপক রোকনুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর রায়পুর শাখার ম্যানেজার আমিনুর রহমান।[ads2]