পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে তিনদিনের কর্মবিরতি শুরু করেছেন দেশের সরকারি কলেজের শিক্ষকরা। অষ্টম বেতন কাঠামোতে বৈষম্য দূর করার দাবিতে এ কর্মবিরতি শুরু করেন তারা।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক নাসরীন বেগম জানান, দেশের সব সরকারি কলেজের শিক্ষকরা ২৮ জানুয়ারি পর্যন্ত কর্মবিরতিতে থাকবেন। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, ৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে ৬ থেকে ১১ ফেব্রুয়ারি ক্লাস বর্জন করবেন তারা।
এর আগে গত ৪ ও ৫ জানুয়ারি একই দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করেছিলেন কলেজ শিক্ষকরা।
অষ্টম বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বহাল রাখা ছাড়াও শিক্ষকদের পদ আপগ্রেডেশন এবং বৈষম্য নিরসনে ‘সুপারনিউমারারি পদ’ সৃষ্টির মাধ্যমে পদোন্নতির দাবি জানিয়ে আসছেন তারা।
শিক্ষকদের অভিযোগ, নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বাতিলের ফলে অধ্যাপকদের চতুর্থ গ্রেড থেকেই অবসরে যেতে হবে। ফলে মর্যাদা ছাড়াও আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা।
প্রসঙ্গত, এর আগে বেতন কাঠামোর বৈষম্য দূর করার দাবিতে লাগাতার কর্মবিরতিতে গিয়েছিলেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে গত ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করে ক্লাসে ফিরে যান।
Prev Post
Next Post