ঢাকা: একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ফল প্রকাশের বিলম্বের সব ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। একই সঙ্গে তিনি বলেছেন, ‘রোববারের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে তা কোনোমতেই রাতের আগে প্রকাশ করা সম্ভব হবে না।’
রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটে কাজের অগ্রগতি পরিদর্শন করে তিনি এ কথা জানান।
শিক্ষাসচিব বলেন, ‘নানা ধরনের কারিগরি জটিলতার যথাসময়ে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে আমি আশা করছি, রোববারের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।’
ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে তিনি বলেন, ‘অনলাইনে ভর্তি আবেদনের পরিকল্পনাটি আমার ছিল। সুতরাং, এতে যদি কোনো ব্যর্থতা হয় তার দায়ভার আমার। শিক্ষামন্ত্রী কিংবা মন্ত্রণালয়ের উপরে দেয়াটা ঠিক হবে না। তবে এবার যেসব সমস্যা হচ্ছে, তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি। আগামীবার এসব সমস্যা আর থাকবে না। একই সঙ্গে আগামীবার থেকে ভর্তির অর্থও অনলাইনে পরিশোধ করার বিষয়েও চিন্তা ভাবনা চলছে।’
এদিকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বাংলামেইলকে জানিয়েছেন, রোববারের মধ্যে ফল প্রকাশ করতে পারলে ২ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে।
তিনি বলেন, ‘আমরা বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদের সঙ্গে কথা বলে জেনেছি, রোববারের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের প্রথম মেধাতালিকা প্রকাশ করতে পারবো। সেক্ষেত্রে ২৯ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করে ২ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে।’
যদি রোববার ফল প্রকাশ না হয়, সেক্ষেত্রে কি হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা রোববারের মধ্যেই ফল প্রকাশ করবো। না হলে পরবর্তী বিষয় নিয়ে ভাবা যাবে।’
প্রসঙ্গেত, গত ২৫ জুন রাত সাড়ে ১১টায় একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশের কথা থাকলেও, চার দফা সময় পেছানো হয়েছে। এখনো পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কোনো কর্মকর্তা পুরোপুরি নিশ্চিত করেননি, কখন ফল প্রকাশ করা হবে।