মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার দাবিতে আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার ‘ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করেছে ভর্তিচ্ছুরা।
সোমবার এ ঘোষণা দেন তারা। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা মুখে কালো কাপড় বেঁধে মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে তারা শাহবাগে এসে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি চলে। একপর্যায়ে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নেন।