ঢাকা: নির্ধারিত সময়সীমার তিন দিন পর আজ রোববার দিবাগত রাতে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হেয়েচ। এর আগে চার দফা সময় দিয়েও ফল প্রকাশে ব্যর্থ হয় শিক্ষা মন্ত্রণালয়। যদিও এসব ব্যর্থতার দায়ভারও নিজের কাঁধে তুলে নিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
রোববার রাত সাড়ে ১২টার দিকে এ তালিকা প্রকাশ করা হয়।
শিক্ষা সচিব নজরুল ইসলাম খান জানান, উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে আগামী ১ জুলাই থেকেই। আর একাদশ শ্রেণীতে ভর্তি চলবে ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত।