আজ ৪ জুন ’১৩ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা বিভাগ সংযুক্ত করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে শাহবাগ প্রজন্ম চত্বরে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাসান তারেক, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মঈন, সহ-সভাপতি আরিফুল ইসলাম নাদিম, এস এম মানসুর আল হাদী, জি এম জিলানী শুভ, আল-আমিন প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে অবিলম্বে মাধ্যমিক পর্যায়ে ধর্ম শিক্ষা সংযুক্ত করার সিদ্ধান্ত বাতিলের আহবান জানানো হয়। বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হয়েছিল সেই স¦প্ন ভুলন্ঠিত করার উদ্দেশ্যে শিক্ষা ব্যাবস্থায় একের পর এক সাম্প্রদায়িক বীজ ঢোকানো হচ্ছে। সমাবেশ থেকে অবিলম্বে সার্বজনীন-বিজ্ঞানভিত্তিক-অসাম্প্রদায়িক শিক্ষানীতি প্রনয়ণের দাবী জানানো হয় । সমাবেশ থেকে একই সাথে আসন্ন বাজেটে শিক্ষা খাতে জাতীয় আয়ের ৮ শতাংশ এবং উন্নয়ন বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবী জানোনো হয়।