পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি ও গুণমান সম্পন্ন উন্নত শিক্ষার জন্য আদর্শ জাতিরাষ্ট্র জার্মানি । চমৎকার শিক্ষা পরিবেশের পাশাপাশি রয়েছে প্রচুর কাজের সুবিধা এবং স্থায়ী বসবাসের বৈধ অনুমতি [ PR ] এর সুযোগ ।
সেনজেন ও ইউরো এরিয়া ভুক্ত ইউরোপ এর প্রান কেন্দ্রে অবস্থিত এই দেশে পড়তে হলে দরকারঃ
১। আই এল টি এস
অনার্স এর জন্য ৪.৫-৫.৫ [ O Level এবং A Level ধারীদের জন্য ৪.৫ ]
মাস্টার্স এর জন্য ৬ [ যারা অনার্স /Graduation ইংলিশ মিডিয়াম এ পড়েছে তাদের জন্য ৫.৫ ]
যাদের আই এল টি এস [ IELTS ] নেই তাদেরও দুর্ভাবনার কোন কারণ নেই
২। যাদের এস এস সি এর পরে ৪ বছরের ডিপ্লোমা আছে তারাও অনার্স [ Graduation ] এর জন্য আবেদন করতে পারবেন ।
৩ । যাদের আই এল টি এস [ IELTS ] নেই তাদেরও দুর্ভাবনার কোন কারণ নেই । প্রথমে ল্যাঙ্গুয়েজ কোর্স সমাপ্ত করার পর বিশ্ববিদ্যালয় এর অধীনে মেইন কোর্সে যেতে পারে ।
ল্যাঙ্গুয়েজ কোর্স দুইভাবে করা যায় কোন বিশ্ববিদ্যালয় এর অধীনে অথবা ল্যাঙ্গুয়েজ শিক্ষার ছোট প্রতিষ্ঠান এ ।
অধিকাংশ শিক্ষার্থীরা ভুল করে বিশ্ববিদ্যালয় এর অধীনে না গিয়ে ল্যাঙ্গুয়েজ শিক্ষার ছোট প্রতিষ্ঠান এ ভর্তি হয় । বিশ্ববিদ্যালয় এর সাথে অধিকাংশ ল্যাঙ্গুয়েজ শিক্ষার ছোট প্রতিষ্ঠান এর প্রাতিষ্ঠানিক সম্পর্ক থাকে না। এতে ওইসব শিক্ষার্থীদের মেইন কোর্সে [অনার্স/মাস্টার্স ] এ ভর্তি হওয়া এমনকি জার্মানিতে থাকাও কঠিন হওয়া যায় । কাজের বৈধ সুযোগ রয়েছে ।
জার্মানিতে পড়তে পারবেনঃ [ ইংরেজি মাধ্যমে অথবা জার্মান মাধ্যমে ]
১। অর্থনীতি , ইতিহাস , ব্যবসায় শিক্ষা , ব্যবস্থাপনা
২। লাইফ সাইন্স , ফার্মাসি
৩। ইঞ্জিনিয়ারিং , গনিত
৪। ডেন্টিস্টরি ।
৫। ভূগোল , পরিবেশ বিজ্ঞান , খনি বিজ্ঞান
এবং আরও অনেক বিষয় …
খরচঃ টিউশন ফি নেই
অন্যান্য খরচঃ প্রত্যেক সেমিস্টারে মাত্র ৬০০ ইউরো ইংরেজি মাধ্যমে, ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ কোর্স ফী ২২০০ ইউরো [ ২ বছরের খরচ ] ভিসা রিনিউ , লাইব্রেরী , স্টুডেন্ট ইউনিয়ন ইত্যাদি ফী বাবদ ।
আপনার আয়ঃ
বাড়ি থেকে টাকা নিতে হবে না, সপ্তাহে ২৮ ঘণ্টা ডিউটির যেকোনো ভালো চাকুরী খুঁজে নিতে পারবেন। তাতে আপনার পড়া-লেখা বাবদ সামান্য খরচ বহন করে আপনি সঞ্চয়ও করতে পারবেন সহজে।