এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩ এপ্রিল

0

hscএইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩ এপ্রিল। সোমবার পরীক্ষার এ রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত পাঁচ বছরেই এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল হলেও এবার দুদিন পিছিয়ে নেয়া হচ্ছে। উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের অনুরোধে এ সিদ্ধান্ত
নেয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সাধারণ আটটি শিক্ষা বোর্ড, একটি কারিগরি ও একটি মাদ্রাসা বোর্ডসহ মোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত রুটিন অনুযায়ী ৩ এপ্রিল হয়ে ৫ জুন এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

৩ এপ্রিল এইচএসসিতে বাংলা প্রথম পত্র, আলিমে কুরআন মাজিদ (সব বিষয়) বিষয়ের পরীক্ষা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার সময়সূচি স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেয়া আছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More