আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০১৫ শুরু হবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই নানা রকমের প্রস্তুতি নেয়া হচ্ছে।পরীক্ষার আয়োজন নিয়ে মঙ্গলবার জাতীয় মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এইচএসসি পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের গুজব ছড়ানো, ফেসবুকে প্রশ্নপত্রের নামে হুজুগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কড়া নজর রাখবে। বিভিন্ন পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ (সংশোধিত ১৯৯৮)-এর শাস্তির বিধান নিশ্চিত করা হবে।
জাতীয় মনিটরিং কমিটির এ সভায় শিক্ষাসচিব মো: নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) স্বপন কুমার সরকার, এ এস মাহমুদ, মূদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের (বিজি প্রেস) মহাপরিচালক এ কে এম মাঞ্জুরুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৫ উপলক্ষে গঠিত জাতীয় মনিটরিং কমিটিকে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চালিয়ে যাবার নির্দেশ দেন।