এইচএসসি পরীক্ষা শুরু ১ এপ্রিল, শিক্ষার্থীদের ভয়!

0

hscএসএসসি ও সমমানের পরীক্ষা কবে শেষ হবে তা অনিশ্চিত। চলমান রাজনৈতিক কর্মসূচির তোপে ১৮ দিনে ২৭৬টি পরীক্ষা পিছিয়েছে। এর মধ্যেই আগামী ১ এপ্রিল শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। চলতি বছর সারাদেশের ১০টি বোর্ডের আওতায় এ পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১২ লাখ শিক্ষার্থী। হরতাল-অবরোধের মধ্যে নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়েও আশংকা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা।

এদিকে পরীক্ষার সময় যত ঘনিয়ে আসছে দুশ্চিন্তা বাড়ছে পরীক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের। চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন থেকেই ২০ দলীয় জোটের টানা অবরোধ-হরতাল শুরু হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে বারবার আহ্বান জানিয়েও ব্যর্থ হয়েছেন। তাই বাধ্য হয়ে সপ্তাহে ছুটির দুদিন এ পরীক্ষা আয়োজন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিয়মিত ক্লাস-পরীক্ষা আয়োজন করা সম্ভব না হওয়ায় শুক্র-শনিবার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা হচ্ছে। ফলে সাভাবিকভাবে পরীক্ষা আয়োজন করা অসম্ভব হয়ে পড়ছে।
রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী আবু ইবনে পলাশ এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। তিনি বলেন, ‘আমার ছোট ভাই এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। কিন্তু বারবার পরীক্ষা পেছানোয় ওর পড়াশোনার ধারবাহিকতা নষ্ট হয়েছে। এইচএসসি পরীক্ষা এমনিতেই অনেক সময় নিয়ে হয়, এখন যদি একইভাবে ধারবাহিকতা নষ্ট হয়, তাহলে খুবই হয়রানিতে পড়বো।’
এইচএসসি পরীক্ষার্থীর এক অভিভাবক মনোয়ার হোসেন বলেন, ‘এবারের এসএসসি পরীক্ষার উপর যেন ভূতের আছর পড়েছে! এমন অবস্থা যদি এইচএসসি পরীক্ষার সময়েও হয়, তাহলে সত্যিই বিপাকে পড়বে আমাদের ছেলে মেয়েরা।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে এসএসসি পরীক্ষা চলছে। নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা শুরু করা হবে। ‘গত ফেব্র“য়ারি মাস থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো শুরু হয়েছে। মোট ৫২ দিন লাগবে এ প্রশ্ন ছাপাতে। তিনি বলেন, আমরা রাজনৈতিক ব্যক্তিদের বারবার অনুরোধ করেছি, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে পবলিক পরীক্ষার চলাকালে হরতাল পরিহার করতে। আসন্ন এইচএসসি পরীক্ষা আয়োজনে আমরা আবারো হরতালকারীদের প্রতি অনুরোধ করছি। তারা যেন পাবলিক পরীক্ষার মধ্যে নতুন করে আর হরতাল না দেন।
উল্লেখ্য, এইচএসসি ও সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২৮ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ১ জুন শুরু হয়ে শেষ হবে ১৪ জুন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More