এশিয়ার যেকোন দেশে বিনা খরচে মাস্টার্স, থাকা-খাওয়াও ফ্রি

0

asia-scholarshipবাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সুখবর। চীন, জাপানসহ এশিয়ার যেকোন দেশে আপনি ফ্রি পড়াশোনা করতে পারবেন। এমনকি থাকা খাওয়ারও ব্যবস্থা করবে সরকার। পাবেন চিকিৎসা ও ভ্রমনের জন্য টাকাও। হ্যাঁ পাঠক উন্নয়নশীল দেশের জন্য এমন স্কলারশিপের ব্যবস্থা করেছে জাপান সরকার। এ স্কলারশিপের অাওতায় আপনি এশিয়ার যেকোন দেশে ১বছরের জন্য মাস্টার্স করতে পারবেন।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও জাপান স্কলারশিপ প্রোগ্রাম (জেএসপি) যৌথভাবে এ স্কলারশিপ দিচ্ছে। এর জন্য ইতিমধ্যে আবেদন সংগ্রহরে আহবানও করা হয়েছে। প্রতিবছর এডিবি প্রায় তিনশত ছাত্র-ছাত্রীকে উচ্চ শিক্ষা অর্জনের জন্য এমন স্কলারশিপ দিয়ে থাকে।
২০১৬ সালের জন্য ৩০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেয়া হবে। তবে এর জন্য আপনাকে চলতি বছরের ২০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

এডিবি-জেএসপির অধীনে যে বিষয়ে অধ্যয়নের জন্য স্কলারশিপ দেয়:

১. ইকোনমিক্স
২. ম্যানেজমেন্ট
৩. পাবলিক হেলথ
৪. এজুকেশন
৫. এগ্রিকালচার
৬. সায়েন্স এন্ড টেকনোলজী এবং উন্নয়ন সম্পর্কিত অন্যান্য বিষয়

যোগ্যতা:

১. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেয় এমন দেশের নাগরিক হতে হবে। যেমন: বাংলাদেশ।

২. আগে নিত কিন্ত বর্তমানে ঋণ নেয় না এমন দেশের নাগরিক হওয়া চলবে না।

৩. ব্যাচেলর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে ।

৪. অনার্স সম্পন্ন হওয়ার পর কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

৫. ইংরেজিতে মৌখিক ও লিখিত উভয় মাধ্যমে দক্ষ হতে হবে।

৬. আবেদন করার সময় ৩৫ বছরের বেশী বয়স হওয়া চলবে না।

৭. সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ।

৮. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে সম্পৃক্ত এমন কোন ব্যক্তি বা তার স্বজন আবেদন করতে পারবে না।

৯. আবেদনকারীকে অবশ্যই দেশের জন্মসূত্রে নাগরিক হতে হবে।

যে যে প্রতিষ্ঠানে স্কলারশিপ দেওয়া হবে:

১. ইউনিভার্সিটি অব মেলবোর্ণ

২. ইউনিভার্সিটি অব হংকং, চায়না

৩. অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি

৪. ক্রফোর্ড স্কুল অব ইকোনমিক্স এন্ড গভর্ণমেন্ট

৫. ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি, নয়াদিল্লী, ভারত

৬. হিতোসুবাসি ইউনিভার্সিটি

৭. স্কুল অব ইন্টারন্যাশনাল এন্ড পাবলিক পলিসি, টোকিও, জাপান

৮. ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান

৯. কোবে ইউনিভার্সিটি, জাপান

১০. কিউশু ইউনিভার্সিটি, জাপান

১১. নাগোয়া ইউনিভার্সিটি, জাপান

১২. সুকুবা বিশ্ববিদ্যালয়, জাপান

১৩. টোকিও ইন্সটিটিউট অব টেকনোলজি

১৪. ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর

১৫. এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজী, ব্যাংকক

১৬. দ্য ইউনিভার্সিটি অব টোকিও

১৭. ইউনিভার্সিটি অব অকল্যান্ড,নিউজিল্যান্ড

১৮. লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স

১৯. ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইন্সটিটিউট, ফিলিপাইন

সুযোগ-সুবিধা সমূহ:

১. সকল প্রকারের টিউশন ফি সম্পূর্ণ ফ্রি

২. বসবাসের যাবতীয় খরচ

৩. সম্পূর্ণ ফ্রি মেডিকেল সুবিধা

৪. ভ্রমণ খরচ

যেভাবে নির্বাচন করা হবে:

>> একাডেমিক ফলাফলকে গুরুত্ব দেয়া হবে।

>> দুই বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে নির্বাচিত করা হবে না ।

>> জাতীয়তার ভিন্নতা গ্রহণযোগ্য নয়।

>> মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

>> যারা ইতিমধ্যেই বাইরের কোন দেশ থেকে বৃত্তি পেয়েছে এমন শিক্ষার্থীরা অযোগ্য বলে বিবেচিত হবে ।

ভিজিট করুনঃ Janala Education & Information Center

উল্লেখ্য, জাপান সরকারের অর্থায়নে ১৯৮৮ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও জাপান সরকার যৌথভাবে এ স্কলারশিপের প্রবর্তন করেছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More