জাতীয় বেতন স্কেলে গ্রেড ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে আবারও কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি কলেজের শিক্ষকেরা। শুক্রবার রাজধানীর নায়েম ভবনে বৈঠক শেষে এমনটিই জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা জানান, এবার তারা কয়েক ধাপে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন তারা। একই সময় নিজ নিজ দপ্তর ও প্রতিষ্ঠানেও অবস্থান কর্মসূচিও পালন করা হবে। এরপর ৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে ৬ থেকে ১১ ফেব্রুয়ারি ক্লাস বর্জন করা হবে। সবশেষে ২২ ফেব্রুয়ারির মধ্যেও দাবি পূরণ না হলে ২৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা ও ক্লাস বর্জনসহ লাগাতার কর্মবিরতি পালন করা হবে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আশ্বাস দেয়া হলেও আমরা কোনো আশ্বাস পাইনি। শিক্ষা ক্যাডারের বৈষম্য নিরসনের বিষয়ে সরকারকে যথেষ্ট সময় দেয়া হয়েছে। তার পরেও কোনো সুরাহা হয়নি। তাই দাবি পূরণে দেশের সরকারি কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষা দফতরের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এ কর্মসূচি নিতে বাধ্য হয়েছি।
তিনি আরও বলেন, তারা চান সরকারি কলেজের অধ্যাপকেরা যাতে আগের মতো গ্রেড-৩ এ যেতে পারেন, এবং সে বিষয়ে যেন পরিপত্র জারি করা হয়। এর পর পর্যায়ক্রমে অন্যান্য দাবিগুলো পূরণ করা হোক।
Prev Post
Next Post