কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে হামলা, ছাত্রীদের শারীরীক নির্যাতন ও সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং প্রশাসনের নির্বাক ভূমিকার প্রতিবাদ করে ক্যাম্পাসে আন্দোলন করছেন কুবি শিক্ষার্থীরা। সোমবার সকাল নয়টায় ক্যাম্পাসের কাঁঠালতলায় জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ক্যাম্পাসে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। ক্লাসও বর্জন করেছেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, যতক্ষণ ছাত্রী নির্যাতনকারী ও সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গতকাল রোববার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন অভিমুখে যাত্রা করে শিক্ষার্থী বহনকারী একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৪৯১২)। সন্ধ্যায় নগরীর ঝাউতলায় স্বরস্বতী পূজা উপলক্ষ্যে বিশাল গাড়ি বহরের একটি র্যালি যাচ্ছিল।
এ সময় র্যালি থেকে কিছু ছেলে বাসে অবস্থানরত ছাত্রীদের লক্ষ্য করে রঙ ছুঁড়লে ছাত্ররা প্রতিবাদ করেন। পরপরই র্যালি থেকে অর্ধশতাধিক লোক এসে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে বাসে অবস্থানরত শিক্ষার্থীদের উপর হামলা করে।
ধারালো অস্ত্রের কোপে লোকপ্রশান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী আক্তারুজ্জামানের ডান হতের কব্জির তিনটি রগ কেটে যায়। আক্তারুজ্জামান এখন কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।
Prev Post
Next Post