চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার সকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষে ২০ রাউন্ট গুলিবিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
ঘটনার কয়েক ঘণ্টা পর ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে এক পক্ষ। ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান করছে দুই পক্ষ। এতে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্প্যাসজুড়ে।
ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষের একটি হলো ‘ভিএক্স’ (ভার্সিটি এক্সপ্রেস)। আর ‘সিএফসি’ (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ‘ক্যাম্পাস ছাত্রলীগ’ মিলে আরেক পক্ষ।
ক্যাম্পাস সূত্র জানায়, দীর্ঘ দিন বাইরে থাকা ‘ভিএক্স’ পক্ষ রোববার সকালে ক্যাম্পাসে ঢোকে। খবর পেয়ে প্রতিপক্ষ গ্রুপও পাল্টা অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল সোয়া নয়টার দিকে ‘সিএফসি’ ও ‘ক্যাম্পাস ছাত্রলীগ’ পক্ষ ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগিয়ে দেয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল বলেন, “ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি।”