২০১২-২০১৩ শিক্ষাবর্ষ সহ সেশন জটে পড়া সকলশিক্ষার্থীদের অনার্স কোর্স যথা সময়ে শেষকরার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় MCQ পদ্ধতিতেবিভিন্ন কলেব হতে মতামত গ্রহন করে ক্রাসপ্রোগ্রাম চালু করেছে।উল্ল্যেখ্য যে ক্রাশ প্রোগ্রামেরউদ্দ্যেগের ব্যপারে ২০১৪ সালের অক্টোবর-নভেম্বরে জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমেজানানো হয়েছিল।এর কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এতে অন্তর্ভুক্ত থাকছে ২০০৯-২০১০,২০১০-২০১১,২০১১-২০১২, ২০১২-২০১৩ সেসনের সকল
ছাত্র-ছাত্রী।
এই চার সেশনের পাঠদান কার্যক্রম সর্বোচ্চ ৯ মাসে শেষ করার পরিকল্পনা হাতে নেয়াহয়েছে।পরিকল্পনার বাস্তবায়নের ফল স্বরূপ ২০১২-২০১৩সালের অনার্স কোর্স ২০১৭ সাল মানে চার বছরেই
শেষ করার জন্য নতুন একাডেমিক ক্যালেন্ডারদেয়া হয়েছে।
তাই ২০১২-২০১৩ শিক্ষা বর্ষের সকলশিক্ষার্থীদের মানসিক ও পাঠ্য বিষয় সম্পর্কিত বিষয় সম্পর্কে সার্বিক প্রস্তুতি রাখার জন্য অনুরোধ করা হইলো।
শেয়ার করে সবাই কে জানানোর জন্য অনুরুধ করা হল।।