জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনকারী শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো বিষয় পরিবর্তন করতে পারবেন। এ জন্য তাঁদের আগের আবেদন বাতিল করতে হবে। এ জন্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Appicant’s login অপশনে প্রার্থীর রোল নম্বর ও পিন ব্যবহার করে form cancel করে পুনরায় আবেদন করতে হবে। প্রার্থীর প্রাথমিক আবেদন এরই মধ্যে কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়ে থাকলে সে ক্ষেত্রে আবেদনকারী বিষয় পছন্দক্রম সংশোধন বা পরিবর্তন করতে চাইলে ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর ১২ অক্টোবরে মধ্যে আবেদন করতে হবে।