প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সমাবর্তন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী বছর নভেম্বর-ডিসেম্বরে এ সমাবর্তন অনুষ্ঠান করার সিন্ধান্ত নেয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮২তম সভায় এ সিন্ধান্ত নেয়া হয়।
এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষার আগাম সময়সূচিও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। গৃহীত সিদ্ধান্ত ও ঘোষিত সময়সূচি অনুযায়ী অনার্স ভর্তি পরীক্ষা আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। চলতি বছরের অক্টোবর মাসের শুরুতেই অনার্স ভর্তি পরীক্ষা সম্পন্ন করে ১ ডিসেম্বর ক্লাস শুরু হবে।
এ ছাড়াও একাডেমিক কাউন্সিল গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দেড় বছর মেয়াদি ‘মাস্টার অব অ্যাডভান্সড স্ট্যাডিজ ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স’ বিষয়ে স্পেশাল মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হলেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় ভিসি ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. আসলাম ভূঁইয়া ও ড. মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ ও বিভিন্ন বিভাগের ডিন উপস্থিত ছিলেন। এ ছাড়াও সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ইউআইটিএস-এর প্রো-ভিসি অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. গাজী সালে উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন। একাডেমি কাউন্সিলের এ সভায় অধিভূক্ত বিভিন্ন কলেজের অধ্যক্ষরা বক্তব্য রাখেন।