জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স শিক্ষার্থীরা এই বছর থেকেই পাচ্ছে এমবিএ। বিবিএ ২০০৯-২০১০ সেশনের শিক্ষার্থীদের থেকেই শুরু হচ্ছে এমবিএ। তারা পাচ্ছে ২ সেমিস্টার ৮ টি সাবজেক্ট ও ৩ অথবা ২ মাসের ইন্টার্নিশিপ। হতে পারে ইংলিশ মিডিয়াম কোর্স। তবে অনার্স ৪র্থ বর্ষে যারা সার্ভিস মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস পরেছে তারা আবারও মাস্টার্সে এই সাবজেক্ট দুটি আবার পাবে।