জাবিতে নাট্য উৎসব শুরু

0

‘আংআ আংনি আমানি খুসক্খো নাম্মিকা’ (আমি আমার মায়ের ভাষাকে ভালবাসি) এই শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন ও প্রধানতম সাংস্কৃতিক সংগঠন ‘জাহাঙ্গীরনগর থিয়েটার’ এর আয়োজনে শুরু হয়েছে ‘নাট্য উৎসব- ২০১৫’।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অমর একুশের পাদদেশে উৎসবের উদ্বোধন করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রফেসর আফসার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন থিয়েটারের সভাপতি, কলা ও মানবিকী অনুষদের ডিন ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, থিয়েটারের উপদেষ্টা ও ইতিহাস বিভাগের এসিসট্যান্ট প্রফেসর আনিছা পারভীন জলি প্রমুখ।

IMG_20150226_105456-1উদ্বোধন শেষে সেলিম আল দীনের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে বর্নাঢ্য একটি বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে শেষ হয়। যাতে অংশ নেন অভিনেতা শহিদুজ্জামান সেলিম, অভিনেত্রী রোজি সিদ্দিকী সহ থিয়েটারের সদস্যরা।

২৭ ফেব্রুয়ারি উৎসবের দ্বিতীয় দিন ব্যাপী থাকছে থিয়েটারের পুনর্মিলনী, সন্ধ্যা সাড়ে ৬টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ফারজানা ইসলাম নাট্য উৎসব- ২০১৫ এর উদ্বোধন ঘোষণা করা। এছাড়া  গুনীজন সম্মাননা ও প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’পরিবেশন।

IMG_20150226_105122তৃতীয় দিন ২৮ ফেব্রুয়ারি থাকছে গুনীজন সম্মাননা ও জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘সম্রাট জোন্স’। পরদিন ১ মার্চ রয়েছে বটতলা প্রযোজিত নাটক ‘দ্যা ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’। উৎসবের পঞ্চম দিন ২ মার্চ মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক ‘বউ’।

৩ মার্চ উৎসবের ষষ্ঠ দিন থাকছে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ প্রযোজিত নাটক ‘কারবালার জারি’।  উৎসবের সপ্তম ও সমাপনী দিন ৪ মার্চ মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘কিত্তনখোলা’।

উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ উৎসব পালন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More