জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শনিবার দুপুর ২টা থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সারা দেশে এ বছর ৬৮৩টি কেন্দ্রে ১৬৮৩টি কলেজের পাঁচ লাখ ৩২ হাজার ১০৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।