ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খানের কুশপুতুল দাহ করল প্রগতিশীল কয়েকটি সংগঠন। সংগঠনগুলো হলো- সিপিবি, শ্লোগান’৭১, ছাত্র নিয়ন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি মশাল মিছিল বের করে সংগঠনগুলো। মশাল মিছিলটি শাহবাগ হয়ে চারুকলা অনুষদের সামনে দিয়ে আবার রাজু ভাস্কর্যে মিলিত হয়। মিছিল শেষে রাত ৯টায় ইমরান খানের কুশপুতুল দাহ করেন তারা। উল্লেখ্য, ‘আব্দুল কাদের মোল্লা নির্দোষ ছিলেন। মিথ্যা অভিযোগে তাকে ফাঁসি দেয়া হয়েছে।’ ইমরান খানের এমন বক্তব্য বাংলাদেশে সমালোচনার ঝড় তোলে।