ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আটক করেছে র্যাব। এসময় তারা গণপিটুনির শিকার হন।
সোমবার সকাল নয়টায় এ ঘটনা ঘটে।
আটক শিক্ষার্থীরা হলেন আরবি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র হাসানুর রহমান (২৫) ও পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের ছাত্র শাহাদত হোসেন শুভ।
হাসানুর রহমান এফ রহমান হলের ৫০৫ নং কক্ষে থাকেন।
জানা গেছে, সোমবার সকাল নয়টায় জগন্নাথ হল ও শহিদ মিনারের মাঝামাঝি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় র্যাব-১০ এর সদস্যরা জনতার সহযোগিতায় তাদের আটক করেন। এসময় তাদেরকে গণপিটুনিও দেয় জনতা। এতে সামান্য আহত হন তারা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদরে নিয়ে যায় র্যাব।
বিশ্ববিদ্যালয় দায়িত্বরত পুলিশকে জিজ্ঞাসা করলে তিনি বলেন গ্রেফতার হওয়া ছাত্ররা ছাত্রলীগ নেতারন কথা মতো এই কাজ করেছে, তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সর্বচ্চ আইনি ব্যাবস্থা নেয়া হবে।