ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এদিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, গত ৯ অক্টোবর অনুষ্ঠিত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।