ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগামীকাল রোববার থেকে সাত দিনের মধ্যে আবেদন করতে হবে। সরকারি মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে মেসেজ পাঠিয়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। যার শেষ সময় ৬ জুন।
ফল পুনঃনিরীক্ষণের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে শিক্ষবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে প্রার্থীর রোল নম্বর লিখে স্পেস দিয়ে যে বিষয়ের ফল পুনঃনিরীক্ষণ করার আবেদন জানানো হবে তার কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য।
এরপর ফিরতি এসএমএসে কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে কন্ট্রাক্ট নম্বর লিখে ১৬২২২-তে পাঠাতে হবে।
যেসব বিষয়ে দু’টি পত্র রয়েছে সেসব বিষয়ে একটি সাবজেক্ট কোডের বিপরীতে দু’টি পত্রের জন্য আবেদন হিসেবে গণ্য হবে এবং আবেদন ফি’র জন্য ২৫০ টাকা প্রযোজ্য হবে।
একই মেসেজের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে সাবজেক্ট কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে। প্রতিটির জন্য ১২৫ হারে চার্জ নেয়া হবে।
বাংলামেইল২৪টকম