বরিশাল: বরিশাল নগরীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১২টার দিকে নগরীর গোঁড়াচাদ দাস রোডের এ কার্যালয়ের নিচ তলায় এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের চেয়ার, টেবিল, কম্পিউটার, প্রিন্টার মেশিনসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ডকুমেন্ট পুড়ে গেছে।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন বাংলামেইলকে জানান, কার্যালয়ের উত্তর পাশের একটি জানালার গ্লাস ভেঙে ভেতরে আগুন ছুড়ে মারে দুর্বৃত্তরা। সেখানে থাকা কাগজপত্রে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী বাসার বাসিন্দারা দেখে থানায় খবর দেয়।
পরবর্তীতে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু এর আগেই গুরুত্বপূর্ণ আসবাবপত্রসহ বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে যায়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সরকারবিরোধী কোনো চক্র শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনকে বিভ্রান্তিতে ফেলতে এ আগুন দিয়েছে। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।