রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় বাংলা কলেজের সামনের রাস্তায় প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
শিক্ষার্থীরা কয়েকটি যানবাহনও ভাংচুর করেছে। পুলিশ এঘটনায় অন্তত ৫০ জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ওই এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দও পাওয়া যায়।
সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি রায়হান-রুবেল গ্রুপের সঙ্গে অপর একটি গ্রুপের কর্মীরা ইট-পাটকেল নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। একটি গ্রুপের কর্মীরা বাংলা কলেজের সামনের রাস্তা অবরোধ করে কয়েকটি যানবাহনে ভাংচুর চালায়। পরে খবর পেয়ে দারুস সালাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে উভয় পক্ষের অন্তত ৫০ জন কর্মীকে আটক করা হয়।