আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের প্রথম সারির জাতীয় বিতর্ক সংগঠন ডিবেট বাংলাদেশ বাংলা ভাষার প্রশিক্ষণ ও আলোচনা সভার আয়োজন করে।
সোমবার ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল অডিটরিয়ামে “প্রথমে বাংলা ভাষার গাঁথুনি পরে বিদেশী ভাষার পত্তন” শিরোনামে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা।
এতে ডিবেট বাংলাদেশের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম এর পরিচালনায় এবং সভাপতি আল মামুন রাসেল এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক বাংলা সাহিত্ত্বের অন্যতম কবি, ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা কিংবদন্তি কবি আল মাহমুদ।
তিনি বলেন, বাংলাভাষা আমাদের মনে ধারণ করতে হবে। বাঙ্গালী আজ তার ইতিহাস ঐতিহ্য ত্যাগের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
এক ছাত্রের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। নোলক কবিতার প্রথম চরণ আবৃতি করে তিনি বলেন, যে রূপক অর্থে মায়ের নোলককে ইতিহাস ঐতিহ্যের সাথে তুলনা করেন এবং বলেন, এই হারানো নোলক ফিরে পেতে আমাদের বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের প্রিন্সিপাল সুলতানা হক বলেন, ডিবেট বাংলাদেশের আয়োজনে আমাদের শিক্ষার্থীদের নিয়ে মাতৃভাষা উদযাপন করায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
এছাড়া আরো বক্তব্য রাখেন কবি আ ফ ম মশিউর রহমান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবিদ আযম ও ডিবেট ওয়ারিওর্সের সভাপতি মাহবুবুল আমিন নাহিয়ান।
প্রশিক্ষণ শেষে ডিবেট বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।