পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাস সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ সকাল ৯ টা হতে বিশ্ববিদ্যালয় ও এর আশে পাশের সকল ধরনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২।
তবে বিকাল ৫টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২। সাধারন মানুষের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২। লাইন উন্নয়নের কাজের জন্য সাময়িক এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তারা।
তবে বিনা নোটিশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২য় সেমিস্টারের ছাত্র আবির বলেন, “ আমাদের ফাইনাল পরীক্ষা চলছে, কাল আমাদের পরীক্ষা আছে ,এছাড়া আবহাওয়া ও ভালো না , ফলে আমাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে”