‘জানিয়ে দাও সিঙ্গেল, দেখিয়ে দাও সিঙ্গেল’,‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’, ‘প্রেমের নামে প্রহসন মানি না, মানবো না’, ক্যাম্পাসে সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে’।
বিশ্ব ভালবাস দিবসে এই স্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেমবঞ্চিত সংঘ।
বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শনিবার সকাল ১১টায় একটি মিছিল বের করেন অন্তত শতাধিক শিক্ষার্থী। যারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেমবঞ্চিত সংঘরের সদস্য।
মিছিলে প্রেমবঞ্চিত সংঘের সদস্যরা স্লোগানে গোটা ক্যাম্পাস মাতিয়ে তোলেন। এ সময় স্লোগানে তারা বলতে থাকেন, ‘জানিয়ে দাও সিঙ্গেল, দেখিয়ে দাও সিঙ্গেল’,‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’, ‘প্রেমের নামে প্রহসন মানি না, মানবো না’, ক্যাম্পাসে সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে’।
মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় টুকিটাকি চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।