ভোলা: ভোলার সদর উপজেলার দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে ১ হাজার ২৮ জন শিক্ষার্থী। ওই দুই স্কুলে আসন সংখ্যা ২৪০টি। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বে ৮ শিক্ষার্থী। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা এ পরীক্ষা হবে। গত বুধবার ভর্তি ফরম জমা দেয়ার শেষ হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১২০ আসনের বিপরীতে ৫৪৭ জন ও সরকারি বালিকা বিদ্যালয়ে ১২০ আসনের বিপরীতে ৪৮১ জন ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।
ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষখ জাকিরুল হক জানান, এ বছর দিবা ও প্রভাতী শাখায় তৃতীয় শ্রেণীতে ১০০ জন ও ষষ্ঠ শ্রেণীতে ২০ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে। একই নিয়ম সরকারি বালিকা বিদ্যালয়ে।
তিনি আরও জানান, ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মোট আসনের ১০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য থাকবে। এছাড়া, মুক্তিযোদ্ধার সন্তানদের পাঁচ শতাংশ, প্রতিবন্ধীদের দুই শতাংশ ও দুই শতাংশ পোষ্য কোটা।