মাদরাসা শিক্ষার কারিকুলাম আধুনিক করা উচিৎ: হাসিনা

0

Hsina Madrashahঢাকা: তদবির ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির নীতিমালা তৈরির জন্য তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মাদরাসা শিক্ষার কারিকুলাম আধুনিক করা উচিৎ।’

রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে বেলা পৌনে ১১টায় সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে যান। এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিপূর্বে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দিকনিদের্শনামূলক বক্তব্য দিয়েছেন। এরই অংশ হিসেব রোববার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে আসেন তিনি।

প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে শিশুদের শিক্ষা দিতে হবে, যাতে মুক্তিযুদ্ধের চেতনায় বড় হয়ে তারা দেশের সেবায় এগিয়ে আসতে পারে।’

দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘কারিগরি শিক্ষাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’ এসময় নিরক্ষরতার হার শূন্যের কোটায় নিয়ে আসার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More