মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষায় পাস ৪৮,৪৪৮

0

medicelঢাকা: মেডিকেল কলেজের এমবিবিএস ও ডেন্টাল কলেজের বিডিএস কোর্সের ২০১৫ সালের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৮ হাজার ৪৪৮ শিক্ষার্থী। মোট পরীক্ষা দিয়েছিলেন ৮২ হাজার ৯৬৪ শিক্ষার্থী। এ বিবেচনায় ভর্তি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৪ শতাংশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদতফতরের সম্মেলনকক্ষে এ ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

ফল প্রকাশের বিবরণীতে জানানো হয়, সরকারি মেডিকেল কলেজের ৩ হাজার ১৬২, ডেন্টাল কলেজের ৫৩২ এবং বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ও ডেন্টাল কলেজের ১ হাজার ৩৫৫ আসন মিলিয়ে এমবিবিএস-বিডিএস কোর্সে মোট আসন সংখ্যা ১১ হাজার ৪৯টি। এ আসন দখলে এবার লড়েছিলেন ৮২ হাজার ৯৬৪ শিক্ষার্থী। লড়াইয়ে পাস করেছেন ৫৮ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী অর্থাৎ ৪৮ হাজার ৪৪৮ জন।

গত ১৮ সেপ্টেম্বর ঢাকার ছয়টিসহ সারাদেশের মোট ৪৪টি ভেন্যুতে একযোগে এমবিবিএস-বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More