সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেছে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, ঢাকা।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় এ বৃত্তি প্রদান করা হয়।
সদস্য সচিব সাঈদুর রহমান স্বপনের পরিচালনায় ও সুলতান মাহমুদ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবীদ ড. চৌধুরী মাহমুদ হাসান, শিক্ষাবীদ কাজী বরকত আলী, সিনিয়র সাংবাদিক আবদুল হাই শিকদারসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ।
এবছর ২০৭ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি দেয়া হয়। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এককালীন টাকা ও সনদ প্রদান করা হয়।