জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান হবে আগামী নভেম্বরে। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
যেসব ডিগ্রিধারী সমাবর্তনে অংশগ্রহণ নিতে পারবেন :
১৯৯৮-২০১২ সালের ডিগ্রি পাস পরীক্ষা, ২০০০-২০১২ সালের স্নাতক চূড়ান্ত পরীক্ষা, ২০০০-২০১২ স্নাতকোত্তর (মাস্টার্স) চূড়ান্ত পরীক্ষা, ২০০৭-২০১২ সালের বিবিএ, ২০০৩-২০১২ সালের এমবিএ, ২০০৭-২০১৩ সালের বিএড (সম্মান), ২০০৬-২০১২ সালের এমএড, ২০০৮-২০১২ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স, ২০০৭-২০১২ সালের বিএফএ (সম্মান), ২০০৯-২০১২ সালের বিএফএ (পাস), ২০১০-২০১১ সালের ইসিই, ২০০৩-২০১২ সালের এলএলবি (চূড়ান্ত), ২০০৩-২০১০ সালের এমএসসি ইন সিএসই এবং পিএইচডি/এমফিল/এমএএস ডিগ্রিপ্রাপ্ত গবেষকেরা সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধন ফি ২ হাজার ৫০০ টাকা এবং সনদপ্রতি ৫০০ টাকা অনলাইনে সোনালী সেবা, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এবং ক্রেডিট/ডেবিট কার্ডের (Mastercard, Visa, Nexus) মাধ্যমে দেওয়া যাবে। সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহীদের অনলাইনে www.convocation.nu.edu.bd or http://www.nu.edu.bd এই ঠিকানায় আগামী ৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন