সারাদেশে বিশ্ববিদ্যালয়-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব-২০১৫। “তরুণরাই গড়বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ”-স্লোগানে এ বিতর্ক উৎসব আয়োজন করছে আইসিটি ডিভিশন ও ক্যাম্পাস টু ক্যারিয়ার।
আজ ৫ অক্টোবর ২০১৫ আইসিটি ডিভিশন সম্মেলন কক্ষে ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বির্তক উৎসব-২০১৫’ উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে মন্ত্রণালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ ও ক্যাম্পাস টু ক্যারিয়ারের পক্ষে সম্পাদক ফিরোজ চৌধুরী।
সমঝোতা স্বারক অনুষ্ঠানে ক্যাম্পাস টু ক্যারিয়ারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আইসিটি ডিভিশনের সচিব শ্যাম সুন্দর সিকদারসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে তথ্যপ্রযুক্তিকে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়েই সংসদীয় ধারায় বিতর্ক উৎসব আয়োজন করা হবে। উৎসব চলবে মধ্য অক্টোবর থেকে ডিসেম্বর পযন্ত।
Next Post